
ফুল বলে জানো নাকি ,ওগো প্রজাপতি,
মা-বাবাকে নির্বাসন দেয় ,কোন সে পাপী জাতি!
প্রজাপতি হেসে বলে, জানো নাকি ভাই,
মানুষ ছাড়া কোন প্রাণীর বৃদ্ধাশ্রম নাই।
একমাত্র মানুষেরাই নিজের বাবা-মা কে
বৃদ্ধ হলে অনাদরে বৃদ্ধাশ্রমে রাখে।
আকাশ বলে জানো নাকি ওগো রাতের তারা,
মা ফেলে দেয় নবজাতক এমন পাপী কারা।
তারা বলে নিঝুম রাতেও আমি জেগে থাকি,
অন্ধকারে কে কি করে আমিই কেবল দেখি।
একমাত্র মানুষেরাই রাতের অন্ধকারে,
পুঁটলি বেঁধে নবজাতক ফেলে দিতে পারে।
লতা বলে জানো তরু? মানুষ ছাড়া আর,
সমলিঙ্গে কারা করে যৌন পাপাচার।
তরু বলে হাজার খুঁজেও নিখিল বিশ্বলোকে
মানুষ ছাড়া এমন প্রাণী পড়ে না আর চোখে।
পাখি বলে বৃক্ষের ডাল বলতে পারো না কি,
কোন সে প্রানি , নিজেই নিজের মৃত্যু আনে ডাকি।
বৃক্ষ বলে আমার ডালে নেয় না ফাঁসি আর,
মানুষ ছাড়া অন্য কোন জন্তু জানোয়ার।
জঘন্য সব কাজ যদি হয়, মানুষ জাতির দ্বারা,
সকল প্রাণীর সেরা প্রাণী, কেমনে হবে তারা।।।
0 Comments