হাজার টাকা নস্ট করি

Published from Blogger Prime Android App
এমবি কিনে হাজার টাকা
 উড়িয়ে দেই পাপ তাপে
ইমামগণের বেতন চাইলে
এক শ" দিতেই হাত কাঁপে।

বিলাসবহুল শপিং মলে
অনেক টাকা ছাইড়া যাই
ফকির এলে আমরা বলি 
"মাফ কর ভাই" খুচরা নাই।

কত খাবার নষ্ট করে ‌
ডাস্টবিনে দেই ছড়িয়ে
টুকাই একটু খাবার চাইলে
মুখটাকে নেই ফিরিয়ে।

ঘর বাঁধিয়া কুকুর পালি 
খাওয়াই তারে গরম ভাত
গৃহহীন কেউ আশ্রয় চাইলে
তুলি নানান অজুহাত।

হাজার টাকা নষ্ট করি 
বিয়ে বাড়ির গেট করে
রিক্সাওয়ালার ভাড়া দিতে
গেলেই মোদের পেট পুড়ে।

ছেলে বউয়ের কথা শুনলে
ছেলেরে কই রা*মছা*গল
মেয়ের জামাই খুবই ভালো
হয় যদি সে বউ পাগল।

আসল কথা আমরা এখন
 ভালো-মন্দ খুজিনা
কি করিতে কি না করি
কিছুই আমরা বুঝি না।

পাগল থেকে আমরা এখন 
হইছি এমন ঘোর পাগল
কীর্তিকলাপ দেখে মোদের 
হাসে পথের দুর্বাদল ।।।

Post a Comment

0 Comments