‎আল্লাহর নেয়ামত কত সুন্দর

‎আল্লাহর নেয়ামত কত সুন্দর
‎কোহিনূর ইসলাম 
‎আল্লাহর দয়া, তার রহমত অপার,
‎প্রতিটি নিঃশ্বাসে লুকায় অজস্র উপহার।
‎সূর্য ওঠে সকালবেলা সোনালি আলো নিয়ে,
‎এও এক নেয়ামত, জীবন রাঙায় হাসি দিয়ে।
‎বৃষ্টি নামে শীতল ধারা, মাটি পায় প্রাণ,
‎ফসল ফলে মাঠে মাঠে, ছড়ায় সুখের গান।
‎মায়ের মুখে মমতা, বাবার কাঁধে ছায়া,
‎সবই আল্লাহর দেওয়া — অশেষ তাঁর মায়া।
‎পানি, বাতাস, আলো, ছায়া — বিনা মূল্যে পাই,
‎তবুও কত অকৃতজ্ঞ হয়ে যাই বারবার ভাই।
‎চোখে দেখি, পায়ে চলি, হৃদয় কাঁদে টেনে,
‎এই জীবনই নেয়ামত — বুঝে নিলে নিজ মনে।
‎সন্তান, পরিবার, ভালোবাসা — সবই তার দান,
‎প্রতি মুহূর্তে শুকরিয়া আদায় করি প্রাণভরানে জান।
‎আল্লাহর নেয়ামত বর্ণনা করা যায় না কোনো ছন্দে,
‎তিনি মহান, তিনি করুণাময় — তাঁর দয়া অনন্ত বন্ধে।Published from Blogger Prime Android App

Post a Comment

0 Comments