মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষ হয়ে কি মরতে পারবো

মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষ হয়ে কি মরতে পারবোPublished from Blogger Prime Android App
""কোহিনূর ইসলাম""
‎এই প্রশ্নটাই বুকের ভেতর
‎দিনরাত কুয়াশা বোনে,
‎আমি কি শুধু মাংস আর হাড়ের পুতুল,
‎না কি এর চেয়ে কিছু বেশি?
‎বাড়ির বারান্দায় বৃদ্ধ মা বসে,
‎তাঁর চোখে আমি এখনও সেই
‎ছোট্ট ছেলে—
‎যে ডানায় ভর করে ছুঁতে চায় আকাশ।
‎কিন্তু বড়ো হতেই শিখলাম—
‎এই আকাশে শুধু পাখি নয়,
‎শকুনও ওড়ে।
‎বন্ধুরা সবাই ব্যস্ত এখন,
‎কেউ হিসেব রাখে না কারো,
‎ভালোবাসাও যেন ইদানীং
‎ফেসবুক পোস্টে মাপে।
‎মানুষ হয়ে জন্ম নিয়েছি—
‎এই আশ্বাস কি যথেষ্ট?
‎মানুষ হয়ে মরার আগে,
‎মানুষটা খুঁজে পাই কি নিজেই?
‎আমি চাই, যখন চোখ বুজবো
‎তখন কেউ না হোক—
‎নিজেকে যেন বলতে পারি,
‎“তুই চেষ্টা করেছিস মানুষ থাকতে,
‎ভুল করেছিস, তবু হারাসনি মানবতা।”
‎আকাশটা যদি চায় আমার আত্মা,
‎আমি যেন নিঃশর্ত ভালোবাসা হয়েই উড়ি
‎আর তখনই হয়তো বলবে কেউ,
‎“সে মানুষ ছিলো। সত্যি। মানুষ।

Post a Comment

0 Comments