‎অল্পদিনের জন্য এসেছিলে তুমি

‎অল্পদিনের জন্য এসেছিলে তুমি
‎–কোহিনূর ইসলাম--
‎আমার জীবনেও এসেছিল একদিন,
‎হঠাৎ করেই যেন এক পশলা বৃষ্টি,
‎চোখের পাতায় রেখেছিল ছোঁয়া,
‎আর হৃদয়ে ফেলেছিল দৃষ্টি।
‎থেমে ছিলো সময় কিছু মুহূর্ত,
‎তোমার সাথে কেটেছিল যেটুকো,
‎ভাবিনি সে দিন গোনার দরকার হবে,
‎ভেবেছিলাম না থাকবে তুমি একটু।
‎তুমি এলে, হাসলে, চোখে জল আনলে,
‎তারপর কেন যেন দূরে চলে গেলে,
‎আমি যে বুঝে উঠতেই পারিনি তখন,
‎তোমাকে নিয়েই স্বপ্ন বুনে ফেলেছিলাম চুপে চুপে।
‎তোমার চলে যাওয়া ছিলো নীরব,
‎কোনো বিদায়বেলা ছিলো না তোমার,
‎শুধু একটা শূন্যতা রেখে গেলে বুকে,
‎যেটা আজও ভাঙে প্রতিটা দুপুরের ভার।
‎অল্প কিছুদিনের সেই ভালোবাসা,
‎আজও ঝরে পড়ে মনে,
‎যেন শুকনো পাতার মতো উড়ে,
‎আমার একলা জীবনের বনে।
‎তোমার মতো কেউ আর আসবে না হয়তো,
‎তবু তুমি ছিলে—এইটুকুই যথেষ্ট।।
Published from Blogger Prime Android App

Post a Comment

0 Comments