চোখের স্বপ্ন

একদিন ছিল, সে চোখে স্বপ্ন আঁকত,
তার হাসিতে গোধূলি রঙ লুকিয়ে থাকত,
সোনামনি ভাবত — ওরই জন্য সব,
ভালোবাসা বুঝি চিরকাল থাকে স্থির রবে।

হাত ধরে বলেছিল সে ছেলেটি,
"তুই ছাড়া জীবন ভাবি না কখনো",
কথাগুলো ছিল যেন নরম কুয়াশা,
ভালোবাসার আড়ালে ছিল মিছে প্রতিশ্রুতি।

দিন পেরোলো, রাত্রি ঘনাল,
ছেলেটির চোখে দেখা দিলো নতুন আলো,
সোনামনি বোঝে না, কোথায় তার দোষ,
ভালোবাসা বুঝি বদলায় ঋতুর মতো ফোঁস।

আজ সে একা, ব্যালকনিতে দাঁড়িয়ে,
পুরনো মেসেজ পড়ে চোখ ভিজে যায়,
যে নামটা ছিল হৃদয়ের মণিকোঠায়,
আজ সেটাই কাঁটার মতো বুকে বিঁধে যায়।

"তুই ভালো থাকিস" — সে শুধু এটুকু চায়,
নিজের কষ্টের কথা আর কাউকে না জানায়,
সোনামনি আজও ভালোবাসে নিঃশব্দে,
ভাঙা হৃদয় নিয়ে হাঁটে নির্জন প্রান্তরে।

Post a Comment

0 Comments