১০ মাস ১০ দিন
– কোহিনূর ইসলাম
১০ মাস ১০ দিন—কতটা যন্ত্রণা,
পেটের ভিতর বয়ে রাখা এক পূর্ণ পৃথিবী সোনা।
রক্তে মাংসে গড়া স্বপ্নের চিত্র,
একটি শিশুর হাসি যেন মা’র বিজয়চিত্র।
ঘুমহীন রাত, পিঠে ব্যথা,
তবু মায়ের মুখে মিষ্টি প্রার্থনা থাকে যথা।
সন্তানটা সুস্থ থাক, তবেই শান্তি,
আমার সব ব্যথা তুচ্ছ হোক, হোক যতই ক্লান্তি।
প্রথম লাথি, নড়াচড়া—মা’র চোখে জল,
আনন্দে গড়া সে অশ্রু যেন পৃথিবীর পবিত্র তল।
নিজের শরীর ভেঙে, প্রাণ দিয়ে তৈরি,
মা তার ভালোবাসা দেয় নিঃস্বার্থে, চিরকালই দেইরি।
ডাক্তারের ছুরি, সেলাইয়ের দাগ,
মা’র মুখে হাসি—আমার সন্তান আজ জাগ।
হাসি দেখে সে ভুলে যায় সব,
মা তো দেবতা, জন্মদাত্রী, আশীর্বাদের রূপরব।।

0 Comments