নীরব পত্র
কোহিনূর ইসলাম
মেহেদী পাতার মত,
যায়না বোঝা আমার ভিতরে কেমন।
সবুজ ছোঁয়ার মত মুখে হাসি,
অথচ হৃদয়ে কেবল নিঃশব্দ জ্বালা।
কেউ দেখে না, কেউ বোঝে না—
এই অন্তরের অদৃশ্য ক্ষরণ,
বাইরে শান্ত, ভিতরে ঝড়,
চোখে জল নেই, তবু বুক ভেজা সারাক্ষণ।
হয়তো আমি নিজেও জানি না,
কতটা ক্লান্ত, কতটা খালি—
শুধু অনুভব করি,
প্রতিদিন কিছু হারিয়ে যাচ্ছে নিঃশব্দ চাবি।
ভালোবাসা আসে, ছুঁয়ে যায় হাওয়ার মত,
কিন্তু থেকে যায় না,
যেন মেহেদী রঙ,
যার গভীরতাও কখনো বোঝা যায় না।
তাই আজ লিখে রাখি—
এই অনুভূতির নাম নেই, ভাষা নেই,
শুধু একা একা পুড়ে যাওয়া,
একটা নীরব প্রার্থনার মত,
ভিতরের এক ব্যথাহীন ব্যথা।।
0 Comments