কিয়ামতের দিন আমি চুপ থাকতে চাই
✦ কোহিনূর ইসলাম ✦
আমি চাই কিয়ামতের দিন,
যখন দুনিয়ার সব হিসাব হবে,
যখন গুনাহগারেরা কাঁদবে,
আর ফেরেশতারা আমলনামা খোলবে।
আমি চাই, তখন আমার রব যেন বলে
"তুমি চুপ থাকো, আমি জানি সব,
তুমি যে কেঁদেছিলে রাতের আঁধারে,
তোমার চোখের পানিই ছিল ইবাদতের রঙ।
যখন সবাই বলবে, আমার নফস ছিল দুর্বল,
তখন আমার এক ফিসফাস যেন শুনায়।
"হে আল্লাহ, আমি চেষ্টা করেছি,
ভুলের মাঝে তবুও তোমাকেই ডেকেছি।
আমি চাই, যখন নাফরমানদের হিসাব হবে কঠিন,
তখন আল্লাহ যেন আমার দিকে তাকিয়ে বলেন,
"তুমি আমার ছিলে, তুমি শান্তিতে থাকো,
আজকের দিন তোমার জন্য নয় কোনো ভয়।।

0 Comments