ঘুমপাড়ানি

কোহিনূর ইসলাম
চাঁদের আলো ঝিকিমিকি,
ঘুমিয়ে গেছে পাখিরা সবাই,
তুমি আমার ফুলের কুঁড়ি,
চোখ দুটো করো গো ভাই।
মেঘের ভেলায় ঘুমের দেশ,
সেখানে যাবে তুমি,
রুপকথার সব রাজপুত্র
পাঠাবে তারা ভূমি।
হাওয়ারা গায় লোরি গান,
চুপটি করে শোনো,
ঘুম এসে যাবে আপনাতে
নরম চোখে বোনো।
চাঁদ মামা দিচ্ছে ডাক,
আলো দিয়ে পথ,
তুমি ঘুমাও শান্ত মনে,
ভয় নেই আজ রথ।
0 Comments