‎বাবার বুকচিরা কষ্ট

‎বাবার বুকচিরা কষ্ট
‎‎কোহিনূর ইসলাম 
‎যেদিন বেজে উঠলো বিয়ের সানাই,
‎বুকটা কাঁপলো, চোখে এলো কান্নার ধাই।
‎হাসি লুকিয়ে বলি, “তুই সুখে থাকিস মা,
‎ভেতরে গর্জে ওঠে—"আমার বাচ্চাটা!
‎ছোট্ট যে মেয়ে কোলে ছিল একদিন,
‎আজ পরের ঘরে যাবে, এই কেমন বিধিন?
‎যে হাতে ধরে হাঁটতে শেখালাম,
‎আজ সে হাত কেউ অন্য হাতে চাপালাম।
‎পানির গ্লাসে ঠোঁট ছোঁয়াতেই মনে পড়ে,
‎“বাবা, আমিই এনে দিই”— বলতো কত ভরে!
‎আজ তার চোখে কাজলের রেখা,
‎বিদায়ের জল যেন আকাশ কাঁদায় একা।
‎শাড়ি পড়ে যখন পালকি চড়ে,
‎বাবা বুক চেপে কাঁদে—নিঃশব্দে পড়ে।
‎কেউ বোঝে না সে বেদনার ঢেউ,
‎কন্যা বিদায়ে ভাঙে যেন হৃদয়ের সেউ।
‎মেয়ের হাসিতে জোছনা নামে মুখে,
‎আর বাবার অন্তর ছিঁড়ে যায় সুখে।
‎বিয়ের দিনে বাবা শুধু চায়—
‎"যেই ঘরে যাস মা, সেখানেই তোর স্বর্গ হোক পাই।Published from Blogger Prime Android App

Post a Comment

0 Comments