মা শুধু একটাই হয়
–কোহিনূর ইসলাম
বউ হারালে আবারো পাওয়া যায়,
নতুন সুখে জীবন সাজায়।
আবার ভালোবাসা গাঁথে মালা,
আবার বাজে মঙ্গলশঙ্খের ধ্বনি–আহা!
কিন্তু মা? মা তো একটাই হয়,
চোখের জলে গড়া সেই আশীর্বাদময়।
যার আঁচলে জগতের শান্তি,
যার দোয়াতে বন্ধন বাঁচে একান্তই।
মা হারালে শূন্যতা নামে,
ঘরের কোণে নিঃশব্দ হাহাকার জমে।
চায়ের কাপটা পড়ে থাকে একা,
ডেকে বলার কেউ নেই, “খেয়েছিস, সোনা?
বউ পাশে নেই—চোখ ভিজে যায়,
তবু ভবিষ্যৎ নতুন পথ দেখায়।
কিন্তু মা গেলে—সময় থেমে থাকে,
শুধুই স্মৃতি, আর কান্না বুকে ফাঁকে।
তাই বলি—বউ গেলে ফেরে, মা নয়,
মায়ের মতো মায়া আর কোথায় রয়?
যে বুকে ঘুম, যে কণ্ঠে গান,
সে মা মরে গেলে—ভেঙে যায় প্রাণ।
মাকে ভালোবাসো, যতক্ষণ তিনি বাঁচেন,
তার দোয়া ছুঁয়ে জীবন রাঙে, বাঁচে।
কারণ মা গেলে—পৃথিবী অন্ধকার,
তাকেই হারিয়ে–সবই হয় নির্বার।।

0 Comments