ইতিহাসের কাছে মিনতি

ইতিহাসের কাছে মিনতি
   কোহিনূর ইসলাম 
‎হাজার বছর পেরিয়ে যদি সভ্য হয় ধরণী,
‎মানবতা জাগে যদি নারী-পুরুষে সমবেদনী—
‎তবে ইতিহাসের পাতায় তারা খুঁজবে প্রশ্ন,
‎এই কেমন যুগ ছিল, এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর সত্য?
‎নদীর কিনারায় পড়ে থাকবে ক্ষতবিক্ষত দেহ,
‎নবজাতক নিথর, কাঁদবে জ্ঞানে জ্ঞানহারা কেহ।
‎হায়! কী বর্বর জাতি ছিল,
‎মেয়ে জন্মে কাঁদত—সন্তান হত্যা করত মা-ও অবলীল।
‎লেখা থাকবে ইতিহাসে, খেলায় কোটি কোটি ব্যয়,
‎আর পাশেই অনাহারে পড়ে, একেকটা প্রাণ নিভে যায়।
‎ভাতের অভাবে রোগে মরে,
‎ঔষধের অভাবে কেউ ফুটপাথে, কেউবা মন্দিরের চোরে।
‎নারীরা তখন বলবে হেসে, “ভাগ্যিস সেই কালে আসিনি জন্মাতে!”
‎যে কালে মেয়ের জন্মে রাগে ঘর আলো করতো না বাবা-মা তাতে।
‎তবে সবচেয়ে বেশি আঁচড় ফেলবে এই লাইন,
‎পাঁচ বছরের শিশু, বৃদ্ধা – ধর্ষিত—এই কালে, এই সমাজের ছাইন।
‎বৃদ্ধা ইতিহাস পড়তে গিয়ে ভেঙে ফেলবে চশমা,
‎কেননা বৃদ্ধাশ্রমে সন্তান থাকতেও কাঁদে আজন্ম মায়েরা, অসহায় সাদা চুল-গা।
‎চোরের ভয় এত, মসজিদের জুতা থাকে না নিরাপদ,
‎সভ্যতা দেখে হতবাক, থুথু ফেলবে মুখে—নহে কোন শ্লাঘ।
‎দোহাই তোর ইতিহাস!
‎আমার কথা লিখিস না, রাখিস না এই নৃশংস গাঁথা পাশে পাশ।
‎আমি দেখতে পারি না এসব, সহ্য হয় না,
‎চোখের জলে ভাসি, তবু রুখতে পারি না।
‎শিরা কেটে দিলে রক্ত, দিলাম অন্তরের ক্ষত—
‎তবু কি মরুর ধুলো থামে? থামে কি অনিয়মের পট?
‎আমি নীরব, আমি একা, মাথা ঠুকে মরেছি দেয়ালে,
‎তবু আশার প্রদীপ নিভে যায়নি, পুণ্য রেখেছি বাঁচার পাল্লায়।
‎প্রভু! এই পুণ্য কাজের ওজস দিয়ে করো সমাজ রক্ষা,
‎এই যুগের ব্যথা থামুক, জাগুক শুভ শক্তির ডাক ছাপোষা।
‎হে ইতিহাস, যদি লেখ তবু, লিখো আমার প্রার্থনার ছায়া,
‎এই অন্যায় ভরা যুগে কেউ অন্তত তো চেয়েছিলো কিছু বদল হায়া।।Published from Blogger Prime Android App

Post a Comment

0 Comments