দুধের শিশুটি আর বাবার কান্না
–কোহিনূর ইসলাম
দুধের শিশুটি কাঁদে কোলে,
মায়ের গন্ধ খোঁজে প্রতিদিন ভোলে।
ভোরবেলা দুধের বাটি হাতে,
বাবা দাঁড়িয়ে থাকে নিঃশব্দ রাতে।
বউটি যেদিন অন্যের সঙ্গে
চলে গেলো ভালোবাসা ভেঙে,
সেদিন আকাশও কেঁদেছিল হায়,
চাঁদ লুকিয়ে ছিলো অঝোর ছায়ায়।
শিশুটি বোঝে না মায়ের ভুল,
সে চায় শুধু বুকের সুরভিত ফুল।
বাবা হয় নিঃস্ব, মুখে শব্দ নেই,
চোখে জল ধরে না, হৃদয়ে ঢেই।
কে দেবে এখন ঘুমপাড়ানি গান?
কে মুছিয়ে দেবে কষ্টের প্রাণ?
জীবনের থেকে কঠিন ব্যথা —
বেঁচে থেকেও হারানোর কথা।
মা যদি ভালোবাসা বেচে দেয় পথ,
বাবার কাঁধেই থাকে শেষের স্বপ্নের রথ।
দুধের শিশুটি বাবার বুকে ঘুমায়,
চোখে এক ফোঁটা জল—কেউ বোঝে না তায়।

0 Comments