বাবার মন
"কোহিনূর ইসলাম"
মেয়ে বড় হলে, বাবার ঘুম কমে,
চোখে থাকে ভাবনা, অজস্র দ্বিধার ধামে।
একটু দেরি হলে ফোনে বারবার,
"কোথায় গেলি মা, ফিরবি কবে আর?
যখন ছোট ছিল, দোলাতো কোলে,
আজ সে হাঁটে নিজস্ব ভূবনে।
শাড়ি পরে, ঠোঁটে লিপস্টিক,
বাবা চুপচাপ, মনের ভিতর স্নায়বিক টানটিক।
বন্ধুরা বলে, সময় হলে দে বিয়ে,
বাবা ভাবে—সেই ছেলেটা কি দিবে সয়ে নিবে?
যে আমার মেয়ের চোখের জল বুঝবে?
রাগ হলে কাঁধে হাত রেখে থামাবে, না দুঃখে ঘৃণা পুষবে?
রাস্তা তো ভরা, হাজারো হায়েনা,
কোনটা ভালো, কোনটা ছদ্মবেশী জানা না।
বাবা শুধুই চায়, তার মেয়ে থাকুক ঠিক,
বুকভরা সাহস আর সম্মান দিয়ে লিখুক দিন-রাতের চিরকবিতার স্নিগ্ধ চিত্ররেখা।
মেয়ে বড় হলে, চোখে জল জমে,
দেখে দেখে যায়, কিছু বলতে কমে।
সন্ধ্যার আকাশে শুধু দোয়ামুখর প্রার্থনা—
"আল্লাহ, আমার মেয়েটাকে রক্ষা করো সর্বজনা।।

0 Comments