কবরের অন্ধকারে

– কোহিনূর ইসলাম
জীবন ছিল রঙিন ছবি, ছিল হাসি, গান,
ভুলে গেছি মৃত্যু আছে, সবই মিছে বান।
চোখে ছিল দুনিয়ার মোহ, হৃদয় ছিল ঠান্ডা,
আখেরাতের চিন্তা করিনি, থাকতাম সুখে বাধা।
হঠাৎ এলো সেই ডাক, জমিনে নামার পালা,
চার কাঁধে উঠি আমি, কাঁদে সবাই গলা।
নির্জন কবর, অন্ধকার, নেই কোনো আপন,
যে আমল ছিল না আমার, সেতো এক অভিশপ্ত জীবন।
মুনকার-নকির এল জেরা, কাঁপে মাটি-ঘর,
তাদের প্রশ্নের উত্তর দিতে, কাঁপে প্রাণের দর।
নামাজ ছেড়েছি, গীবত করেছি, হক করেছি নষ্ট,
আজ সেসবই ফিরছে ফিরে, নিয়তির কঠিন কষ্ট।
দুশ্চিন্তায় জ্বলছে আগুন, বুক ভাসে বিষাদে,
পশ্চিম-পূর্ব জানে না কিছু, আমি কবরের ফাঁদে।
হায়! যদি ফিরে পেতাম, আরেকটি সুযোগ,
সেজদায় কেটে যেত জীবন, তওবার হতো লগ্ন।
🔸উপদেশ:
জীবনে যতটুকু সময় আছে, তাওফিক চাই আল্লাহর কাছে।
আখেরাতের সফর দীর্ঘ ও কঠিন—আমলই একমাত্র সঙ্গী।
0 Comments