দাজ্জালের ছায়া
(লেখা: কোহিনূর ইসলাম )
আসবে একদিন অন্ধ চোখে, জ্বলবে আগুন চাহনিতে,
বুকভরা মিথ্যা, প্রতারণা—লুকিয়ে আছে বাহনিতে।
দাবি করবে, “আমি খোদা”, কাঁপবে তখন দুনিয়াটা,
বিশ্বাসহীন আত্মাগুলো হারাবে তাদের চিন্তাটা।
চোখে তার একটিই আলো, আরেকটি নিভে গেছে বহুদিন,
কপালে লেখা “কাফির” শব্দ—যা দেখবে মুমিনের হৃদাবিন।
জমিন বলবে, “তুমি নয় খোদা”, আকাশও দেবে সাক্ষ্য,
তবু মানুষ হেঁটে যাবে তার পথে, হারাবে নিজের পক্ষ।
আসবে তখন ঈসা (আঃ), হাতে সত্যের জ্বলন্ত তলোয়ার,
দামেস্কের মিনারে নামবেন, গায়েবি সঙ্গ ছুঁয়ে যার।
লুদের মাঠে হবে যুদ্ধ, শেষ হবে ফিতনার রাজ্য,
পৃথিবী ফিরে পাবে আলো, মুছে যাবে অন্ধকারের সাজ্য।
তুমি কী প্রস্তুত দাজ্জালের জন্য? নয় কী কেবল গল্প কানে?
জেগে ওঠো, হৃদয় দাও সত্যে, নামাজে, তওবায়, ইমানে।
সূরা কাহফ রাখো মনে, চোখে রাখো কুরআনের আলো,
আসবে ফিতনা, তবে থেকো অটল—সত্যের পথে চালো।।

0 Comments