তুমি চলে গেলে

তুমি চলে গেলে
কোহিনূর ইসলাম

তুমি চলে গেলে যে পথে,
সে পথ আজও ভিজে অশ্রুজলে,
আকাশেরও চোখ আজ মেঘে ঢাকা,
আমার বুক জুড়ে শূন্যতা একা।

তোমার স্মৃতিরা খেলে বেড়ায়,
পথের ধারে, ভাঙা মনের আয়নায়।
চোখ বন্ধ করলেই দেখা দাও তুমি,
কিন্তু বাস্তবে—শুধুই নীরব ঘুমি।

রাতের তারা আজও জ্বলে,
তবু কোথায় যেন অভাব তব গলে।
বুকে বাজে এক বিষণ্ণ সুর,
তুমি ছাড়া এই পৃথিবী বড় দুর্বহ, কঠিন, নিষ্ঠুর।

তুমি কি জানো, আমি আজও কাঁদি?
ভোরের কুয়াশায় খুঁজি তোমার রাশি।
ফিরে এসো যদি পারো স্বপ্নের ঠিকানায়,
ভুলে যাই সব, হারিয়ে যাই তোমার ছায়ায়।

Post a Comment

0 Comments