জীবনের শেষ সম্ভব, কাফন
– কোহিনূর ইসলাম
জীবনের পথে চলা, কত হাসি, কত কান্না,
সবই থেমে যায় একদিন, নিঃশব্দ সেই যাত্রায়।
ঘরের আলো, মায়ের ডাক, সন্তানের ভালবাসা,
সব রেখে যেতে হয়, নিঃস্ব এক কাফনের পাশে।
ছিল যে রাজত্ব, ছিল অহংকারের মঞ্চ,
শেষে সবাই এক – ধূলোর মাঝে এক রঙ।
বুকে জমা স্বপ্নেরা, সব ছড়িয়ে যায় হাওয়া,
কাফনের চাদরে মোড়া, নিঃশব্দ সেই ছাওয়া।
না থাকে মোবাইল, না থাকে নামের ডাক,
না থাকে কোনো তালি, বা বাহবা পূর্ণ বাক।
থাকে কেবল খালি বুক, থাকে নিঃসঙ্গ দেহ,
এক ফালি সাদা কাপড়ে ঢাকা, নিঃশেষ তার প্রেক্ষ।
জীবনের শেষ মানেই, এক নতুন আরম্ভ হয়,
যার হিসাব রাখে কেউ, শুধু কর্মই সেথায় রয়।
তাই চলার পথে ভাই, ভুলে যেও না মন,
জীবনের শেষ ঠিকানা — কাফন, নিঃশেষ এক ধ্বন।।

0 Comments